এপার ওপার মাঝখানে নদী সারাদিন দেয়া নেয়া নৌকো বেয়ে উদাস মাঝি বারবার দেয় খেয়া। দাঁড়াতেই হবে খেয়া ঘাটে এসে যত থাক তাড়াতাড়ি নৌকা না এলে কিছুই হবে না ফেরা যাবে না তো বাড়ি। ওপার থেকে নৌকা ছাড়ে এপারে আসে বেয়ে দুপারেই মানুষ অপেক্ষা করে বসে আছে পথ চেয়ে। কতো হৈ চৈ কতো ছোটাছুটি চিৎকার চেঁচামেচি সব থেমে যায় যখন দেখে এই তো পৌঁছে গেছি। দোকান বাজার বন্ধ হয় শেষ হয়ে যায় হাট পাড়ের কড়ি গুনে বুঝে নিতে বসে থাকে খেয়াঘাট। মাথার ছাতা হিসেবের খাতা সংসারে প্রিয়জন, ঘর বাড়ি জমিদারি কতো…
![]()