কল্পনা ছোট হোক September 28, 2023September 28, 2023 wisidagamage Post Views: 57 কল্পনা ছোট হোক খুব বড় আশা তার চেয়ে আরও বড় আছে ভালবাসা তাই বুঝি মনে ওঠে স্বপ্নের ঝড় বাবুই নিজের মতো গড়ে তোলে ঘর। যত ছোট হোক বাসা সুখ আছে ভরা শান্তির নীড় সেটা নিজ হাতে গড়া সবুজ পৃথিবী আছে নীল আসমান আনন্দে মেতে ওঠে তাই দুটি প্রাণ। নারী দেয় ভালবাসা পুরুষের মনে তাই বুঝি ঘর বাঁধা পরম যতনে দুটি মন মিলেমিশে খুঁজে নেয় পথ বর্তমানের কল্পনাতে বাড়ে ভবিষ্যৎ। অরবিন্দ চক্রবর্তী ২২ শে সেপ্টেম্বর ২০২৩