চাঁদ উঠেছে ফুল ফুটেছে

ঐ দেখো ভাই চাঁদ উঠেছে

একটা যেন সোনার থালা

সারা রাত তাকিয়ে থাকো

মিটে যাবে ক্ষুধার জ্বালা।

আমরা চাঁদে পৌঁছে গেলাম

সবার মুখে গল্প শুনি

একটু আলো আসবে ঘরে

অন্ধকারে প্রহর গুনি।

চাঁদ উঠেছে ফুল ফুটেছে

কদম তলায় ঘোরাঘুরি

মা বলতো চাঁদের গায়ে

বসে আছে চড়কা বুড়ি।

কোলে তুলে চুমু দিয়ে

বলতো আমার সোনার চাঁদ

মা এখন আর বেঁচে নেই

মেটেনি তার মনের সাধ।

আমার ঘরে সোনার চাঁদ

রাহু কেতু খাচ্ছে গিলে

ক্ষুধার জ্বালায় মুখটা কালো

যাচ্ছে ক্ষয়ে তিলে তিলে।

নাই আজ তার মুখের হাসি

আমার দিকে তাকিয়ে আছে

রূপ কথার গল্প শোনে

অন্ধকারে মায়ের কাছে।

কাজকর্ম হারিয়ে গেছে

হারিয়ে গেছে রুটি রূজি

চাঁদের দিকে তাকিয়ে থেকে

বেঁচে ওঠার পথটা খুঁজি।

ঘর বাড়ি হারিয়ে গেছে

আজ আমরা সর্বহারা

চাঁদ উঠেছে ফুল ফুটেছে

কদম তলায় নাচছে কারা?

অরবিন্দ চক্রবর্তী

৪ ঠা অক্টোবর ২০২৩

Loading