পেটুক চায় মিষ্টি ।
অন্ধ চায় দৃষ্ট ।
শিল্পী চায় সৃষ্টি ।
খড়ায় কৃষক চায় বৃষ্টি ।
গরীব চায় টাকা ।
ধনী চায় চাঁদের দেখা ।
আমি চাই খেলা ।
মা চায় লেখা পড়া ।
কি ভাবে হবে আমার লেখা পড়া। হেসে খেলে যায় যে বেলা ।
স্কুলে যদি না পারি পড়া ।
মায় করে বকা ঝকা ।
আমি যাব মামা বাড়ি ।
মায় বলে নাই যে গাড়ি ।
আমি এখন কি করি ??
অবুঝ মনের দুষ্টমি ।
যেখানে সেখানে এমনি করি ।
By Dulip kumar