সিলেট থেকে যাত্রা শুরু করলো সোশ্যাল কমিউন

বাংলাদেশের প্রথম সোশ্যাল কমিউন যাত্রা শুরু করলো সিলেট মহানগর থেকে। মঙ্গলবার (৫ মার্চ) সিলেট মহানগরীর তেমুখীতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, গ্রাসরুটস-এর উদ্যোগে এই কমিউনের উদ্বোধন করা হয়।

মূলত দুস্থ নারীদের প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ছোট ছোট উদ্যোগ গড়ে তোলাই হচ্ছে এই কমিউনের উদ্দেশ্য। তাছাড়া এই কমিউন গরিব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত বিষয় নিয়েও কাজ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাসরুটস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।

গ্রাসরুটস মেডিকেল সার্ভিসেস এই সোশ্যাল কমিউনে স্বাস্থ্যসেবা প্রদান করবে। পরিচালক ডা. সাবরিনা আহমেদ জানান, আগামী কয়েকদিনের মধ্যেই তারা স্বাস্থ্যসেবা প্রদান শুরু করবেন এবং ধীরে ধীরে তা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির জাতীয় সমন্বয়করী অনিতা দাসগুপ্ত, জেলা সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সিলেট মহানগরের সভাপতি জহুরা আক্তার, সম্পাদক নাফিসা শবনম, সেলিনা আক্তার, সেলিনা বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্য।

Loading

Related posts