বাংলার চেরাপুঞ্জি’ তে লড়াই জমছে। লাল পতাকায় সাজছে গ্রাম। তুফানগঞ্জের চিমটা মোড় থেকে নাককাটি হয়ে বালাভূত। কালজানি, রায়ডাক, ঘরঘড়ি, বুড়া ও তোর্ষা নদী ঘেরা তিন চরে বাস করেন মূলত সংখ্যালঘুর মানুষের।কালজানি তীব্র। প্রবল। আর তার চেয়েও প্রবল চরে গ্রামবাসীদের প্রতিরোধ। এখানে বিএসএফের কথাই শেষ। কিছু হলেই লিখিত অনুমতিপত্র দেখাতে হবে মহকুমা শাসকের। দৈনিক বিভ্রাটের মধ্যে চলতে হয় সেখানকার বাসিন্দাদের।তুফানগঞ্জ ১ ব্লকের অন্তর্ভুক্ত এই পঞ্চায়েতেই এবার জোর লড়াই। বালাভূত গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসনের মধ্যে ১৫টিতে এবার রয়েছেন সিপিআই(এম) প্রার্থী। দুর্গমতম চর বালাভূতে রয়েছেন সিপিআই(এম)’র দুই পঞ্চায়েত প্রার্থী। ভোটে দাঁড়িয়ে এবার রীতিমতো…