রাঙা মাটি রাঙা পথ রাঙা ঘর বাড়ি স্বপ্নের মন্দির যেন সারি সারি। সকালের রোদ্দুরে ঝিলমিল করে সুখ শান্তি মিলেমিশে দিন রাত ঝরে। দুরে ঐ পাহাড়ে গাছে গাছে ঢাকা শিল্পীর রঙ তুলি দিয়ে ছবি আঁকা বনে বনে ফুল ফোটে পাখি গান গায় মৌমাছি নেচে নেচে মধু নিয়ে যায়। জোয়ারের জলে ভরে নদীর দু-কুল শাখায় শাখায় দোলে আমের মুকুল বয়ে যায় ঝিরিঝিরি দখিনা বাতাস ফুলের গন্ধে নিয়ে এলো মধুমাস। পাখির কলরব কোকিলের গান স্বর্গের শোভা দেখে ব্যাকুলিত প্রাণ মনে মনে দোলা দেয় রাতের স্বপন পথ চেয়ে বসে থাকে ফুটন্ত যৌবন । ভাঙা…