অরবিন্দ চক্রবর্তী – ২৯ শে আগস্ট /২০২৩
আর কতো হাঁটতে হবে
কে বলতে পারে
ক্লান্ত হলে চলবে না
এ জগৎ সংসারে
হেঁটে চলো হেঁটে চলো
কাঁধে আছে দ্বায় ভার
এগিয়ে চলার স্বপ্ন আছে
দুচোখ তোমার।
একটু সুখের জন্য
সেই কবে থেকে হাঁটা
কতো না আছাড় খেয়েছো জীবনে
ফুটেছে তীক্ষ্ণ কাঁটা
রক্ত ঝরেছে তবু হেঁটে চলা
ভুলে গেছো সেই ব্যাথা
লড়াই করে জিততে হবেই
জীবনের মূল কথা।
আরও একটু হাঁটলেই হয়তো পাবে
নুতনের সন্ধান
লুকিয়ে থাকা সুখের সাগরে
হবে মুক্তির স্নান
হয়তো জীবনে আসবে সকাল
নুতন সূর্যোদয়ে
অচল হবে তোমার শরীর
ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে।
পিতা পিতামহ তারাও হেঁটেছে
এভাবেই চিরকাল
যুদ্ধ করেছে ক্ষুধার সাথে
ঘোরাতে জীবনের হাল
স্বপ্ন পূরণ হয়নি তাদের
রেখে গেছে লড়াইয়ের মন্ত্র
লড়াই করেই ভাঙতে হবে
শাষকের শোষণ যন্ত্র।
অরবিন্দ চক্রবর্তী
২৯ শে আগস্ট /২০২৩