বিপ্লবের পথে লেখক : দিলিপ কুমার ।

 আমি শুনতে পাচ্ছি ,

 বিপ্লবীদের পায়ের শব্দ ।

দুর্বার গতিতে এগিয়ে আসছে ।

শুকনো পাতার মর মর শব্দ, কমরেডদের জানান দিচ্ছে ।

এযে নতুন রুপে,নতুন সাজে ,নতুন ভাবে র‍্যালি

 নিয়ে রাজপথে আসছে ।

 আমি দেখেছি পাহাড়,পর্বত 

গ্রামে গন্জে ,লালে লাল পতাকা ।নতুন করে সেজে আসছে —

তাদের চোখে মুখে বিপ্লবের পদ- ধ্বনি ।

কৃষক,শ্রমিক,মেহনতিদের চোখে মুখে কোন ক্লান্তি নেই । 

তাদের মনে একটি আকাংখ্যা বিপ্লবের বিজয়ের ধ্বনি ।

এই লাল পতাকাই তাদের শোষণ

,বন্চনার হাত থেকে মুক্তির পথ দেখাবে ।

তাদের প্রতিঙ্গা এই লাল পতাকা তারা উর্ধ্বে উঠাবেই ।

By Dulip kumar

Loading