By Arabinda Chakkaraborty সূর্য ডোবার পালা এলো নামবে এবার আঁধার, ঘরে ফিরে যেতেই হবে মুক্ত করে বাধার। প্রেম পিড়িতি ভালবাসা সকল বাঁধন খুলে, ছুটতে হবে কোন সে দেশে শুন্যে দুহাত তুলে। বন্ধ হবে এ জীবনের ভাঙা গড়ার খেলা, হাসি মুখে বিদায় দিও চলে যাওয়ার বেলা। এই তো সেদিন এসেছিলাম আমার মায়ের কোলে, মা বাবা ভাই বোন সবাই গেছে চলে। একে একে হারিয়ে গেল যতো প্রিয়জন, বুক ভরা যন্ত্রণাতে ক্লান্ত আমার মন। দিন ফুরিয়ে এলো এবার সূর্য ডুবে যাবে, আমায় যদি মনে পড়ে স্মৃতির খাতায় পাবে। যাকে নিয়ে ঘর বেঁধেছি…