পৃথিবীটা পেয়ে গেছে স্বর্গের মান।
সারারাত শিশিরে ভেজা ঘাসের উপরে
সকালে শিউলি ফুল ঝরে ঝরে পড়ে,
আকাশে ভেসে যায় মেঘেদের ভেলা
কাশ ফুল বাতাসের সাথে করে খেলা।
সাদা বলাকার সারি যায় উড়ে উড়ে,
শরতের সকালের সোনা রোদ্দুরে।
গাছে গাছে পাখিদের সুমধুর গান
পৃথিবীটা পেয়ে গেছে স্বর্গের মান।
এসেছে আশ্বিন মাস পূজো এল কাছে,
নতুন পোশাক চেয়ে খোকা খুকু নাচে।
গ্রামে গ্রামে বাড়ি বাড়ি পড়ে গেছে সাড়া,
পূজার সাজ চাই, কেনাকাটার তাড়া।
ছোট ছোট ছেলে মেয়ে ঘোরে পিছু পিছু,
বাবা বসে আছে আজ মাথা করে নিচু।
মাঠে ঘাটে কাজ নাই হাত বড় ফাঁকা
কিনতেই হবে কিছু, চাই কিছু টাকা ।
হয়তো বেচতে হবে ছাগল বা গরু,
চিন্তায় বাপটার বুকে দুরু দুরু।
মায়ের মনে তাই করে ভয় ভয়,
ছেলে মেয়ে দুটোকে না দিলেই নয়।
কাজ করে ঘন ঘন ছাড়ে নিশ্বাস,
নিজের ...