ডেঙ্গু প্রতিরোধে গ্রাসরুটস এর জনসচেতনতা সভা অনুষ্ঠিত

By Himansu Mitra

সিলেটে তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের শাহী ঈদগাস্থ হাজারীবাগ এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।


তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিলেট মহানগর কমিটির সদস্য রুনা বেগমের সভাপতিত্বে ও সম্পাদক নাফিসা শবনমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। যেহেতু ডেঙ্গুর টিকা এখনো আসেনি তাই নিজেদের রক্ষা করতে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সকল সচেতন হলে ডেঙ্গু রোধ প্রতিরোধ করা অনেকাংশেই সহজতর হবে।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর কমিটির সহ সভাপতি সেলিনা আক্তার, প্রচার বিষয়ক সম্পাদক লাকি চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের এসিসটেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রওশন আরা সিদ্দিক নুপূর, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ খোকন প্রমুখ। বিজ্ঞপ্তি

Loading

Related posts