By Arabinda Chakkaraborty
সূর্য ডোবার পালা এলো
নামবে এবার আঁধার,
ঘরে ফিরে যেতেই হবে
মুক্ত করে বাধার।
প্রেম পিড়িতি ভালবাসা
সকল বাঁধন খুলে,
ছুটতে হবে কোন সে দেশে
শুন্যে দুহাত তুলে।
বন্ধ হবে এ জীবনের
ভাঙা গড়ার খেলা,
হাসি মুখে বিদায় দিও
চলে যাওয়ার বেলা।
এই তো সেদিন এসেছিলাম
আমার মায়ের কোলে,
মা বাবা ভাই বোন
সবাই গেছে চলে।
একে একে হারিয়ে গেল
যতো প্রিয়জন,
বুক ভরা যন্ত্রণাতে
ক্লান্ত আমার মন।
দিন ফুরিয়ে এলো এবার
সূর্য ডুবে যাবে,
আমায় যদি মনে পড়ে
স্মৃতির খাতায় পাবে।
যাকে নিয়ে ঘর বেঁধেছি
দিয়ে ভালবাসা,
স্বপ্ন ছিল দুচোখে তার
ছিল অনেক আশা।
সুখ ছিল শান্তি ছিল
ছিল মুখের হাসি,
ইচ্ছা ছিল সারা জীবন
থাকবো পাশাপাশি।
এই তো সেদিন সন্ধ্যাবেলা
কালবোশেখী ঝড়ে,
নিভে গেল প্রদীপ গুলো
জ্বলছিল অন্তরে।
চলে গেল কোন অজানায়
ছিঁড়ে প্রাণের মায়া,
সংসার রেখে গেছে
ফেলে গেছে কায়া।
ছেলে মেয়ে যে যার ঘরে
ব্যাস্ত নানান কাজে,
হাসি কান্নার গান গুলো আজ
শুন্য বুকে বাজে।
নাতি নাতনি বড় হলো
করছে পড়াশোনা,
মাঝে মাঝে আমার কাছে
করে আনাগোনা।
স্মৃতির খাতায় লুকিয়ে আছে
এ জীবনের ব্যাথা,
সাঙ্গ হবে কান্না হাসি
ফুরিয়ে যাবে কথা।
বন্ধু তুমি আমার প্রাণের
ভালবাসা নিও,
বিদায় দিও তোমরা সবাই
আমার যারা প্রিয়।
অরবিন্দ চক্রবর্তী
৫ ই নভেম্বর ২০২৩