যা শুনছি সব কিছু গুগুল থেকে শেখা।

দেশটা আমার ভালোই ছিল ধন ধান্যে ভরা, 

স্নেহ মায়া ভালবাসা হৃদয় দিয়ে গড়া।

আকাশ ভরা তারা আর সোনার বরন চাঁদ, 

ছয়টি ঋতুর চলাফেরা ছিল তো অবাধ।

নদী ভরা জল ছিল গাছ ভরা ফল, 

দীঘীর বুকে ভেসে থাকা হাজার শতদল।

হাসি ছিল বাঁশি ছিল রাখাল গরুর পাল , 

আম বাগানে আম আর তালের বনে তাল।

খেজুর গাছের রস ছিল শীতের পিঠে পুলি, 

কোলে বসে গল্প শোনা ঠাকুরমার ঝুলি।

রাতের বেলা অন্ধকারে ছিল ভুতের ভয়, 

পাড়ায় পাড়ায় যাত্রা পালা মজার অভিনয়। 

ভোরের বেলা সূর্য ওঠা প্রভাত পাখির গান, 

ফুলের গন্ধ ভরা বাতাস জুড়িয়ে যেতো প্রাণ। 

স্কুলে পড়াশোনা স্বপ্ন ছিল মনে, 

শ্রদ্ধা ছিল ভক্তি ছিল প্রনাম গুরুজনে। 

খেলাধুলা ছোটাছুটি ছিল ছেলেবেলা , 

বেত ছিল লেখাপড়ায় করলে অবহেলা।

এখন এলো মোবাইল, সবার হাতে হাতে, 

কথা বলা ভুলে গেছি আমরা সবার সাথে। 

ভুলে গেছি শ্রদ্ধা করা চিঠি পত্র লেখা, 

যা শুনছি সব কিছু গুগুল থেকে শেখা।

                                           অরবিন্দ চক্রবর্তী

                                      ১৯ শে অক্টোবর ২০২৩

Loading