বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
কুঁড়িগ্রামে চারন কবি রাধাপদ রায়ের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। একই সাথে ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোদ্দারের পাড় এলাকার চারণ কবি রাধাপদ রায়ের উপর বর্বরোচিত এই হামলা গোটা বাংলাদেশের সংস্কৃতিকেই যেন আঘাত করেছে।এই ধরনের ঘটনা সাহিত্য সংস্কৃতির উপর প্রত্যক্ষ আঘাত। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে এই আঘাত মুক্তিযুদ্ধের বাংলাদেশে বার বার লক্ষ্য করা যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, হামলাকারী রফিকুল ইসলাম এবং কদুর আলী গং কে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং রাধাপদ রায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচ হামলাকারীদের বহন করতে হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা আহবায়ক হিমাংশু মিত্র,বিভাগীয় সমন্বয়কারী দেবব্রত রায় দিপন, কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাত আরা খান পান্না, সাবেক জেলা আহবায়ক মুকির হোসেন চৌধুরী, সিনিয়র সদস্য উদয়ন দাশ পুরকায়স্থ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান,ফাতেমা সুলতানা, সদস্য সন্তু চৌধুরী, আলী আক্তারুজ্জামান বাবুল, সদস্য সচিব সন্দীপন শুভ, সদস্য রোটারিয়ান বিমলেন্দু পাল, ঋতু রঞ্জন দেব,নাজমা খান, মাসুম খান,ডা. নাফিসা শবনম, আবদুল্লাহ খোকন ও হেলাল আহমদ।
Republished From: https://banglanews24ny.com/2023/10/120575/