বিদ্রোহীদের ঐক্য যখন জনজোয়ার আনে আকাশ বাতাস কেঁপে ওঠে মিছিল ও শ্লোগানে শাষক তুমি হুঁশিয়ার, মানবো তো আর শোষণ শাসন বঞ্চনা আর নিত্য অত্যাচার। মানবো আর রক্তচক্ষু মানবো না দুর্নীতি মিথ্যা কথা ধাপ্পাবাজি মিথ্যা প্রতিশ্রুতি। লড়াই করেই করবো আদায় বাঁচার অধিকার স্বৈরাচারী শাষক তোমায় জানাই ধিক্কার । টাকার পাহাড় যাদের ঘরে, – ধনী হওয়ার লোভ আমাদের ক্ষুধার জ্বালা, জমছে বুকে ক্ষোভ মিডিয়া বড় দালাল তোমার গান গায় শিক্ষা গেছে রসাতলে স্বাস্থ্য লুটে খায় কারাগারে গনতন্ত্র কেঁদে কেঁদে মরে জিনিস পত্রের দাম বেড়ে যায় বেকার ঘরে ঘরে জনসভায় নিলাম শপথ মানবো…
![]()