বাবুরাম সাপুড়ের ছোট ভাই বেচারাম

বাবুরাম সাপুড়ের

ছোট ভাই বেচারাম

দুটি সাপ পুষতেই

ঝরে তার কালঘাম

দুধ কলা খেতে দিলে

ওসব খায় না

ভারতীয় রেল খাবে

করে রোজ বায়না

ব্যাঙ্ক বীমা খেতে চায়

কয়লার খনি

বেচারাম সাপুড়ের

নয়নের মণি ।

By Arabinda Chakkaraborty.

Loading

Related posts