জাতীয় শোক দিবসে সিলেটে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির দোয়া ও সভা

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (বিকেল ৪টায়) সিলেটের জেল রোডস্থ আনন্দ টাওয়ার কার্যালয়ে এই সভা ও দোয়ার আয়োজন করা হয়। পরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় গ্রাসরুটসের সিলেট জেলা সভাপতি চৌধুরী নাদিরা সুলতানা রুমু এর সভাপত্বিত্বে মহানগর সহ সভাপতি জহুরা আকতারের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রাসরুটসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। উপস্থিত ছিলেন মহানগর সহ সভাপতি রিমা চৌধুরী, ফাতেমা সুলতানা, ইশরাত জাহান, রায়হানা খানম রেশমা, লাকী চৌধুরী, পারভীন আকতার লিজা, নিলুফা ইয়াসমিন প্রমূখ।

সভায় সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালনকালেও মৌলবাদীরা বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত তারা নসাৎ করতে চায় বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাকে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কাজ করছি। এই বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে মৌলবাদকে রুখতে হবে। তবেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব। আলোচনা সভায় জেলা ও মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সিলেট প্রেস/১৫ আগস্ট ২০২৩/এএ

Loading