By Arabinda Chakkaraborty
সূর্যটাকে লোপাট করে
অন্ধকারে গল্প বলা,
বন্ধ ঘরে আটকে রেখে
রক্ত খাওয়ার ছলা কলা ।- –
সত্যটাকে পুড়িয়ে মেরে
আইন দিয়ে শাসন করা,
শোষক শাসক অত্যাচারী
প্রতিদিনই দেয় মহড়া ।
ভুলিয়ে দিতে ক্ষুধার জ্বালা
আচ্ছে দিনের ধাপ্পা দেওয়া,
রাম মন্দির দেখে দেখে
চাওয়া পাওয়া মিটিয়ে নেওয়া।
ধর্মের সোনার শেকল বাঁধা
সোনার খাঁচায় বন্দি থাকা,
ধর্মের বাণী শোনায় যারা
হাত গুলো সব রক্ত মাখা ।
ভাঙন ধরা নদীর কুলে
ভালবাসার ঘর বানানো
ভাগ্য নিয়ে বসে থাকা
সঙ্গে রাখো ভগবানও।
বিশ্বাসের বিষ খেয়ে নাও
রামের নামে বেঁচে থাকো,
ফেলতে হবে গাঁটের কড়ি
ইচ্ছে মতো তেল মাখো।
অরবিন্দ চক্রবর্তী
১৬ ই নভেম্বর ২০২৩