ছেঁড়া কাঁথায় স্বপ্ন দেখা

By Arabinda Chakkaraborty

ছেঁড়া কাঁথায় স্বপ্ন দেখা

মরদ গেছে রস বেচতে

রান্না হবে কি?

কান্না করে ছেলে মেয়ে

খাচ্ছে না পেট ভরে

রোগা হয়ে যাচ্ছে ওরা

মনটা কেমন করে। 

সজনে গাছে পাতা আছে

ভাজবো রসুন দিয়ে

গুগলি তুলে আনতে হবে

স্নান করতে গিয়ে।

মাচায় আছে কুমড়ো ফুল

ভাজতে হবে বড়া

বহুদিন বন্ধ আছে

হাট বাজার করা।

ক্ষেত খামারে পথে ঘাটে

কাজকর্ম নাই

বাজার করার টাকা বলো

আমরা কোথায় পাই?

খালে বিলে কাঁকড়া ধরে

মেটাই মনের সাধ

ভালো মন্দ খেতে চাওয়া

ভীষণ অপরাধ।

রস বিক্রির টাকা দিয়ে

আনতে হবে চাল

যদি কিছু পয়সা বাঁচে

আনবো মুসুর ডাল।

ধার মেলে না এ পাড়ায়

অভাব ঘরে ঘরে

মাটির দেওয়াল খড়ের চালা

বৃষ্টিতে জল পড়ে।

একশো দিনের কাজ বন্ধ

পাইনি আমার টাকা

লুটেরাদের ভয়ে ভয়ে

চুপটি করে থাকা।

উন্নয়নের কেমন মজা

বুঝছি হাড়ে হাড়ে

ক্ষুধার জ্বালায় পেট জ্বলে গো

কে বাঁচাতে পারে?

                               অরবিন্দ চক্রবর্তী

                          ৫ ই নভেম্বর ২০২৩

Loading