By Arabinda Chakkaraborty
আজকে বোধ হয় ভুলে গেছো(?)
নেই কারও আর মনে,
আমি ছিলাম বন্ধু তোমার
সুখ দুঃখের ক্ষণে।
আমার কাছে আসার ছিল
সবার স্বাধীনতা,
পেটের ভিতর জমিয়ে রাখা
তোমার মনের কথা।
প্রেম পিড়িতি চাওয়া পাওয়া
আশা ভালবাসা,
অনেক রকম খবর নিয়ে
নিত্য যাওয়া আসা।
হাসি কান্না জন্ম মৃত্যু
ছেলে মেয়ের বিয়ে,
পৌঁছে গেছি বাড়ি বাড়ি
এসেছি সব দিয়ে।
অসুখ বিসুখ দুর্ঘটনা
হাজার উপদেশ ,
চিঠি গুলো হাতে দিলেই
দ্বায়িত্ব হয় শেষ।
জন্মদিনের আশীর্বাদ
ছেলের মুখে ভাতে,
নিমন্ত্রণের খুশির খবর
থাকতো আমার হাতে।
এখন আমি ভীষণ একা!
কেউ আসে না আর,
দেশের মানুষ ভুলে গেছে
আমার উপকার।
অরবিন্দ চক্রবর্তী
৪ ঠা নভেম্বর ২০২৩