যতই তুমি আড়াল করোসূর্যটা তো উঠবেই

By Arbinda Chakkaraborty

যতই তুমি আড়াল করো

সূর্যটা তো উঠবেই

গাছে গাছে নিয়ম করে

যৌবনের ফুল ফুটবেই।

জ্বলবে দ্বিগুণ মনের আগুন

ফাগুন মাসের স্বপ্ন দেখা

 পলাশ গাছের বুকের মাঝে 

শত শহীদের রক্ত মাখা।

মেঘ জমেছে আকাশ জুড়ে

শোষণ আর বঞ্চনাতে

বিদ্রোহীরা চতুর্দিকে

আসছে ছুটে ক্ষোভ জানাতে।

ঝড় উঠেছে ভীষণ বেগে

সুখের ঘরে আঘাত হানে

লক্ষ কোটি মানুষ ওরা

আজ লড়াইয়ের ময়দানে.। 

মা মরেছে ক্ষুধার জ্বালায়

বাপ মরেছে ঋণের দায়ে

অত্যাচারীর অট্টহাসি

নুন দিয়েছে কাটা ঘায়ে।

বিচার চাই বিচার চাই

মিছিল থেকে দাবি করে

হাজার লেনিন পথে পথে 

করছে লড়াই নভেম্বরে।

জানুয়ারির সাত তারিখে

দিকে দিকে আওয়াজ তোলো

বঞ্চনার জবাব দিতে

ব্রিগেড চলো ব্রিগেড চলো। 

                                         অরবিন্দ চক্রবর্তী

                                  ৩ রা নভেম্বর ২০২৩

Loading

Related posts