টাক্ ডুমা ডুম্ বাজনা বাজাও
মাতাল হয়ে নাচো
দুহাত তুলে তোমরা বলো
সবাই ভালো আছো
পাড়ায় পাড়ায় দূর্গা পূজো
খুশির সীমা নাই
আমরা রাজ্যটাকে ইচ্ছে মতো
লুটেপুটে খাই।
টাক্ ডুমা ডুম্ – – টাক্ ডুমা ডুম্
ঢাকের আওয়াজ তোল
লক্ষী ছেলের মতো সবাই
ক্ষুধার জ্বালা ভোল।
চপ বিক্রি করলে সবার
হবে বাড়ি গাড়ি
চা ঘুগনি খাবে মানুষ
দাঁড়িয়ে সারি সারি
অল্প দিনেই কোটিপতি
হতেই হবে ভাই
আমরা রাজ্যটাকে ইচ্ছে মতো
লুটেপুটে খাই ।
টাক্ ডুমা ডুম্ বাদ্যি বাজা
সবাই মিলে নাচ
লাগলে টাকা আমি দেবো
আছে টাকার গাছ
কাশ ফুলের বালিশ দিয়ে
আছে বাঁচার পথ
কচুরিপানার শিল্প হবে
তোদের ভবিষ্যত
আমার যতো বুদ্ধি আছে
অন্য কারোর নাই
তাই রাজ্যটাকে ইচ্ছে মতো
লুটেপুটে খাই ।
অরবিন্দ চক্রবর্তী
২১শে অক্টোবর ২০২৩