ছোট নদী ছোট গ্রাম ছোট ছোট ঘরে,
ছোট ছোট আশা গুলো যাওয়া আসা করে।
ছোট ছোট চাওয়া পাওয়া করে ছোটাছুটি,
এক থালা গরম ভাত দু চারটে রুটি,
খেজুর গুড় আর এক বাটি মুড়ি,
দু চোখে স্বপ্ন নিয়ে করে ঘোরাঘুরি।
গ্রাম খুব ছোট তবু খুব বড় মাঠে,
সারাদিন চাষাবাদে প্রাণ ভরে খাটে।
শরীরে ঘাম ঝরে রক্ত হয় জল,
একদিন ঘরে তোলে সোনার ফসল।
আনন্দে ভরে মন গোলা যায় ভরে,
ছোট ছোট আশা গুলো ভালবাসা গড়ে।
ছোট নদী বয়ে যায় সাগরের টানে,
ছোট ছোট মৌমাছি মধু তুলে আনে,
ফুলে ফুলে প্রজাপতি রঙ মেখে যায়,
ছোট গাছে পাখি নাচে শাখায় শাখায়,
কোকিল গান গায় সুমধুর সুরে,
সাদা বক উড়ে চলে যায় বহুদূরে।
মাথার উপরে ঐ বিরাট আকাশে,
সকালে সূর্য ওঠে রাতে চাঁদ হাসে।
ছোট ছোট মেঘেরা করে কতো খেলা,
কাজের অনেক তাড়া নেই অবহেলা,
ছোট ছোট তারা গুলো ঝলমল করে,
শেয়ালের ডাক শুনি প্রহরে প্রহরে।
ছোট ছোট ব্যাথা আছে, মনে মনে ঘোরে,
স্মৃতি গুলো স্বপ্নে পাখা মেলে ওড়ে,
শীতের ছেঁড়া কাঁথা যত্ন করে রাখা,
অসহ্য গরমে তাল পাতার পাখা,
বর্ষায় ফোঁটা ফোঁটা জল পড়ে ঘরে,
এখানে শান্তি তবু স্বর্গ সুখ গড়ে।
অরবিন্দ চক্রবর্তী
১১ ই অক্টোবর ২০২৩