সবাই মিলে এই সন্ধ্যাটা আমার জীবনে স্মরণীয় করে রেখেছে

By Himansu Mittra from Bangladesh

আজ আমার জন্মদিন ছিল ,জন্মদিন উপলক্ষে আমার অজান্তেই গ্রাসরুটস সিলেট জেলা ও মহানগর কমিটি এক অনুষ্ঠানের আয়োজন করে ,জেলা মহানগরের নেত্রীবৃন্দের উপরিও রাঙ্গামাটির নারী নেত্রী মনি দিদি, সুমন ভাই , সাংবাদিক এটি এম ফয়সল , বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সভাপতি খোকন ভাই , বিউটিপার্লার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মিতালি দাশ (শ্রীমঙ্গল) সাংগঠনিক সম্পাদক মিতু দি, অফিসের স্টাফ সহঃ সকলে মিলে আজ সন্ধ্যা যেমন আমার জীবনে স্মরনীয় করে রাখলো ,ঠিক একই ভাবে সামাজিক দায়িত্ববোধ টা আরো অনেক বাড়িয়ে দিল ,

গতকাল রাত থেকেই দেশ বিদেশের আমাদের সংগঠনের সদস্য, সমর্থক সহঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক প্রিন্সভাই ,ডমিনেক ভাই , শিল্প কলা একাডেমীর অসিত বরন দা , SAGDF এর কেন্দ্রীয় সম্পাদক ((ইয়াকুব ভাই, ভারত) সহঃ অজস্র শুভেচ্ছা অনলাইন ও অফ্অলাইনে (ফোনের মাদ্ধ্যমে) আসে, গ্রাসরুটস এর সকল জেলা তাদের নিজ নিজ ফেইসবুক পেইজে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞ্যাপন করেন ,

আমি কৃতজ্ঞ সবার কাছে , যারাই আমাকে ফোনে ,মেসেজে বা ফেইসবুক ওয়ালে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সকলের কাছে আমি ঋণী হোয়ে রইলাম ।

আমাদের সিলেট অফিসের রনিক, লিমন, সেলিনা গ্রাসরুটস জেলা কমিটির সভাপতি রুমু আপু , মহানগরের সম্পাদক ছোটবোন নাফিসা যারা প্রতিদিনের অধিকাংশ সময় আমার পাশে থাকে ,তারা যে নেত্রীত্ব দিয়ে গোপনে এতবড় একটা অনুষ্ঠান আয়োজন করবে এটা ছিল কল্পনার বাইরে ,রুমু আপু ,নাফিসা গোপনেই সংগঠিত করেছে জেলা ও মহানগরের নেত্রীত্ব বৃন্দ কে ,

তাদের এই আয়োজন আজ আমাকে দেখিয়ে দিল গ্রাসরুটস এর কর্মীরা নিজেরাই সংগঠন পরিচালনায় দক্ষ হোয়ে উঠেছে ,জয় হোক গ্রাসরুটস এর, জয় হোক মেহনতী মানুষের

বিশেষ কৃতজ্ঞতা আমাদের পার্বত্য অঞ্চলের সংগঠন হিল-ই-কমার্স সোসাইটির সকল বন্ধুদের,কথা দিলাম জীবিত থাকার শেষ দিন পর্যান্ত পাহাড় -সমতলের এই ঐক্য বজায় রেখে আমি নারী উদ্দোক্তাদের উন্নয়নে একসাথে কাজ করে যাব ।

Loading