গ্রাসরুটস’র উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সিলেট নগরীর চৌহাট্টাস্থ মানরু শপিং কমপ্লেক্সে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী উদ্যোক্তা উৎসবের দ্বিতীয় দিনে এই স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।

গ্রাসরুটস মেডিকেল সার্ভিসের ডিরেক্টর ডা: সাবিনা আহমেদ এর সভাপতিত্বে ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস মহানগর সেক্রেটারি নাফিসা শবনম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা: অরুপ রতন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা: নাজরা চৌধুরী, গুডসাই হাসপাতালের পরিচালক সন্দীপ রায়, ডা: তামান্না তাবাসসুম। স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দীপন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিলকিস নুর, কেয়ার গিভারস হেলথ কেয়ার লিমিটেডের ফাউন্ডার ও চেয়ারম্যান ডা: আশরাফুল ইসলাম। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।

বিকাল ৩টায় নারী উদ্যোক্তাদের আইন বিষয়ক পরামর্শ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাহমুদ কবির। পরে আসন্ন সিলেট সিটি নির্বাচন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ৫ জুন থেকে ৭ জুন পর্যন্ত উদ্যোক্তা উৎসব চলবে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও কুঠির শিল্প উদ্যোক্তদের উৎপাদিত পণ্যের প্রদর্শণী ও বিক্রয়ের আয়োজন করা হয়েছে এবং প্রতিটি পণ্য বিক্র হবে পাইকারী মূলে। উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে সিলেটের সকল উদ্যোক্তাকে উদ্যোক্তা মেলায় অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

Republished From: https://onsylhet24.com/2023/06/06/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9f%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/?fbclid=IwAR03Mt9P4swyoAdzTxn3m2DCkRV7yzMaWuzSzCnkO4Br2ojs86KSkPf0CpI