আজ ঐতিহাসিক প্যারিস কমিউন ১৫৩ বছর পার করলো।

বিশ্বের প্রথম সফল প্রলেতারিয়েত বিপ্লব শিক্ষা দিয়েছিল প্রলেতারিয়েতের একনায়কত্বের স্বরূপ কী। আজকাল ভারতে সরকারে যাওয়া কমিউনিস্ট নামধারী বিভিন্ন বাম দল প্রলেতারিয়েতের একনায়কত্ব শব্দবন্ধ ব্যবহারে ভীত হয়ে থাকে। এদের চরিত্রের সম্বন্ধে এঙ্গেলস ১৮৯৩ সালে লিখেছিলেন –

“কিছুদিন হল সোশ্যাল-ডেমোক্র্যাটিক কূপমণ্ডুক ফের প্রলেতারিয়েতের একনায়কত্ব কথাটায় সাধ, আতঙ্ক বোধ করছে। তা বেশ, মহাশয়েরা, আপনারা কি জানতে চান সেই একনায়কত্ব দেখতে কেমন? প্যারিস কমিউনের প্রতি চোখ ফেরান। সেই হল প্রলেতারিয়েতের একনায়কত্ব।”

এঙ্গেলস, লেনিন, ট্রটস্কির প্যারিস কমিউন প্রসঙ্গে লেখা সমূহ এবং প্যারিস কমিউনের দলিলের সংকলন সমকালীন নয়া আন্তর্জাতিক প্রকাশ করেছিল বইমেলায়। আজ, কাল ও পরশু যাদবপুরে নয়া দিশার স্টলে প্যারিস কমিউনের সেই বই পাওয়া যাবে। প্যারিস কমিউন প্রসঙ্গে জানুন, নিজেকে নতুন করে বিপ্লবী আদর্শে সংহত করে তুলুন।

Loading