আমরা দুজন ভারতীয়অন্যরা কেউ নয়,

আমরা দুজন ভারতীয়

অন্যরা কেউ নয়, 

সত্য কথা বলা মানেই

শুধুই অবক্ষয়! 

আমার দাড়ি গুলো কালো

তোমার দাড়ি সাদা, 

দেশের মানুষ এসব দেখে

হয়ে গেছে গাধা। 

তার সাথে আরও আছে

ধর্ম নিয়ে খেলা, 

হিন্দু মুসলমানের লড়াই

চলছে সারা বেলা। 

মধ্যিখানে তুমি আমি

বেজায় সুখে থাকি, 

ধাপ্পা দিতে এ জীবনে

নেই তো কিছু বাকি।

তুমি আমি ভারতীয়

অন্যরা কেউ নয়, 

সাধু সেজে করছি দুজন

মজার অভিনয়। 

বিজ্ঞাপনের ভুত নাচে

গরু ওঠে গাছে, 

দেশের মানুষ এসব দেখে

পাগল হয়ে নাচে। 

প্রতিবাদী দেখলে বলি

পাকিস্তানের লোক, 

অথবা চীনের দালাল

সে যেই হোক।

এটাই হলো আসল কথা

মিথ্যাবাদীর জয়, 

আমরা দুজন ভারতীয়

সত্যবাদী নয়।

                                     অরবিন্দ চক্রবর্তী

                                ২৮ শে ফেব্রুয়ারি ২০২৪

By Arabinda Chakkaraborty.

Loading