পাইনা সময় বাবার কোলে

সকাল বেলা ঘড়ির কাঁটায়

সাড়ে সাতটা বাজে

চা বিস্কুট খেয়ে বাবা

রোজ চলে যায় কাজে

তাড়াতাড়ি দোকান খুলে

বেচাকেনা করে

দুপুর যখন গড়িয়ে যাবে

ফিরবে তখন ঘরে।

স্নান সেরে ভাত খেয়ে

শুয়ে বিছানায়

এক নিমেষে ঘুমিয়ে পড়ে

ভাল্লাগে না তাই।

বিকাল হলেই আবার ছোটে

দোকান খুলে বসে

রাতে যখন ঘুমিয়ে পড়ি

তখন বাড়ি আসে।

পাইনা সময় বাবার কোলে

একটু বসে রই

আমি যে তার ছোট্ট খুকু

দুষ্টু মোটেই নই।

ইচ্ছা করে বাবার ঘাড়ে

একটুখানি উঠি

হাতটা ধরে নদীর পাড়ে

করবো ছুটোছুটি

বাবা আমায় হাত বাড়িয়ে

বলবে খুকু আয়

আদর করে বুকে ধরে

একটা চুমু খাই।

বায়না ধরে বলবো আমি

কোথাও নিয়ে যেতে

চুল বাঁধবো মনের মতো

কিনে দাও লাল ফিতে

পুতুল নেবো, করবো খেলা

পড়াশোনার শেষে

এসব কিছু বাবা আমায়

দেবে ভালবেসে।

দুহাতে জড়িয়ে ধরে

বলবো আমি তাই

আমার বাবার মতো বাবা

অন্য কারও নাই।

এসব আসে কল্পনাতে

মনের মাঝে ঘোরে

সময় তো নেই বাবার কাছে

বলবো কেমন করে?

তাই আজ দোকান খুলে

শুধুই করি খেলা

আমায় দেখে তোমরা সবাই

করছো অবহেলা?

                                         অরবিন্দ চক্রবর্তী

                                  ১২ই অক্টোবর ২০২৩

Loading